ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মার্শাল ল’ তুলে নিয়ে আমিই গণতন্ত্র চালু করেছি: এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
মার্শাল ল’ তুলে নিয়ে আমিই গণতন্ত্র চালু করেছি: এরশাদ

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ১৯৮৬ সালের ১০ নভেম্বর মার্শাল ল’ তুলে নেওয়ার মধ্য দিয়ে এদেশে আমিই গণতন্ত্রের প্রবর্তন করেছি।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স  ইনস্টিটিউট মিলনায়তনে জাপার যৌথ সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।



মহাজোটে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এরশাদ বলেন, ‘এখন অন্তত সপ্তাহে তিন দিন আদালতে হাজিরা দিতে যেতে হয় না। পার্টির নেতা-কর্মীরাও সব জায়গায় সম্মান পাচ্ছেন। ’

৫ম ও ৭ম সংশোধনীর মধ্যে অনেক তফাৎ আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘৫ম সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানের মূল কাঠামোকেই ভেঙে ফেলা হয়েছিলো। কিন্তু ৭ম সংশোধনীর মাধ্যমে শুধু আমার শাসনামলের কার্যক্রমকে বৈধতা  দেওয়া হয়েছে। ’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমার শাসনামলে বিসিএস উত্তীর্ণ হয়ে যারা এখন  প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন, ৭ম সংশোধনী বাতিল হলে তাদের কী হবে। ’

এরশাদ আরো বলেন, ‘জমি অধিগ্রহণ করে অনেক রাস্তা তৈরি করেছিলাম। ৭ম সংশোধনী বাতিল হলে ওই জমির মালিকরা কী তাদের জমি ফেরত চাইবেন। ’

সংবিধান সংশোধন প্রশ্নে এরশাদ আরো বলেন, ‘আমরা দলের অনেক নেতা বলছেন সংবিধান সংশোধন হলে এরশাদ সাহেবের ফাঁসি হবে। ’

নেতাকর্মীর উদ্দেশ্য তিনি বলেন, ‘আমার ফাঁসির কথা চিন্তা করবেন না। যদি ফাঁসি পড়তেও হয় তবে সম্মানের সঙ্গেই পড়বো। ৬টি বছর জেলখানায় ছিলাম। তখন তো ফাঁসির কাছাকাছিই গিয়েছিলাম। ’

উপজেলা ব্যবস্থা বাতিলের সমালোচনা করে এরশাদ বলেন, ‘উপজেলা ব্যবস্থা চালু থাকলে সেগুলো আজ এক একটি উপ-শহর হয়ে যেত। ঢাকার উপর আর এতো চাপ থাকতো না। কয়েক দিন পর ঢাকা আর বসবাস উপযোগী থাকবে না। ’

সভার উদ্বোধনী পর্বে এরশাদ ছাড়াও স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এরশাদের উদ্বোধনী বক্তব্যের পরই শুরু হয় সাংগঠনিক আলোচনা। আলোচনা শেষ হলে দলীয় নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যও দেবেন এরশাদ। সভা শেষে ইফতার-মাহফিল অনুষ্ঠিত হবে।

সভায় পার্টির কেন্দ্রীয়সহ বিভিন্ন জেলা-উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।