ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্যারোলে কোকোর মুক্তি বাতিলের প্রতিবাদে রোববার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
প্যারোলে কোকোর মুক্তি বাতিলের প্রতিবাদে রোববার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিল করার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশের পর এ ঘোষণা দেওয়া হয়।



এসময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের নির্দেশ প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সরকারকে ‘হীরক রাজার দেশে’র সরকারের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, যে সরকার পানির জন্য বৃষ্টির ও বিদ্যুতের জন্য সূর্য্যরে অপেক্ষা করে, হীরক রাজার সঙ্গেই তার তুলনা চলে। ’

১৯ মাসে সরকার অত্যাচার নিপীড়ন ছাড়া কিছুই দিতে পারেনি দাবি করে তিনি বলেন, প্রতিবেশি দেশের স্বার্থ হাসিল ও বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোই এ সরকারের প্রধান কাজ।

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সমাবেশ থেকে রোববার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় ১৩১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।