ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদার নেতৃত্বে এবং তারেকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গ্রেনেড হামলা হয়েছে : মতিয়া

সিনিঢর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
খালেদার নেতৃত্বে এবং তারেকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গ্রেনেড হামলা হয়েছে : মতিয়া

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ আগস্টের গ্রেনেড হামলা সংঘটিত হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস স্মরণে যুবলীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।



মতিয়া চৌধুরী বলেন, ‘তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ বিএনপি নেতারা এর সঙ্গে জড়িত ছিলেন- এটা পরিষ্কার হয়ে গেছে। খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ হামলা করা হয়েছে। ’

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো এ দেশের মানুষ ২১ আগস্টের গ্রেনেড হত্যার বিচারও দেখবে। এ দেশে গ্রেনেড মেরে প্রতিপকে হত্যার রাজনীতি বিএনপিই শুরু করেছে।

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিএনপি এ হামলা চালিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে শেখ হাসিনা ও নেতৃত্ববিহীন করে দেশ থেকে মুক্তিযুদ্ধের পশক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করতেই হামলা করা হয়েছিল। ’

রমজান মাসে ইফতার, সেহরি ও তারাবির নামাজের আগে বিদ্যুতের লোডশেডিংকে ‘স্যাবোটাজ’ উল্লেখ করে তিনি বলেন, ‘কারা এটা করছে তা সরকারের জানা আছে। ’

স্যাবোটাজকারীদের প্রতিরোধে মন্ত্রী বলেন, ‘সরকার একদিকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জনগণের দুর্ভোগ কমাবে, আরেকদিকে স্যাবোটাজকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে। ’

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থনীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় নেতা হারুন অর রশীদ, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।    

বাংলাদেশ সময়: ২১৫১, আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad