ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলার পুনঃতদন্ত চান সুরঞ্জিত

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
২১ আগস্ট গ্রেনেড হামলার পুনঃতদন্ত চান সুরঞ্জিত

ঢাকা : ২১ আগস্ট গ্রেনেড হামলার পুনঃতদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চেয়েছেন এ হামলায় আহত আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য প্রবীণ রাজনীতিক সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। বিষয়টিকে সরকারের অগ্রাধিকারের মধ্যে রাখার উচিত বলেও দাবি করেন তিনি।



২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকী সামনে রেখে সুরঞ্জিত সেনগুপ্ত বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এ কথা বলেন।

গ্রেনেড হামলার বর্বরতা ও দুর্বিসহ স্মৃতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘স্প্রিন্টারের সঙ্গে আমাদের বসবাস। আমৃত্যু এ ভাবেই চলতে হবে। শরীরে ২৬টি স্প্রিন্টার  বহন করে, এর জ্বালা যন্ত্রণা ভোগ করে বেঁচে আছি। ’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমার উপর তিন তিন বার আক্রমণ হয়। এটা জঙ্গিবাদের কি বিভৎষ্য আক্রমণ, কি যন্ত্রণা যারা আক্রান্ত হয়েছে তারাই বুঝতে পারে। ’

তিনি বলেন, ‘প্রতিহিংসা বা প্রতিশোধের বিষয় নয়, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বার্থেই এ ধরণের বর্বরোচিত গ্রেণেড হামলার পুনঃতদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিয়ে ভবিষ্যতে এমন বিভৎষ্যতার হাত থেকে দেশ ও জাতিকে মুক্তি দেয়া প্রয়োজন।

আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, ‘সরকারের অগ্রাধিকারভিত্তিক কাজগুলোর তালিকায় ২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়টি রাখা উচিত বলেই আমি মনে করি। ’

সুরঞ্জিত বলেন, ‘আামি মনে করি ন্যুনতম, বিকৃত অপরাজনীতির মানষিকতা থেকে এ ধরণের বিভৎষ্য ঘটনার জন্ম হয়। যত দিন পর্যন্ত এর পরিবর্তন না হবে তত দিন পর্যন্ত গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে না। ’

এ ধরণের অপশক্তিকে চিরতরে নির্মুল করতে হবে বলেও মত দেন তিনি।    

বাংলাদেশ সময় ২০.৩০, আগস্ট ১৯ , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।