ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ধর্ম ও রাজনীতিকে আলাদা করাই মানুষের ধ্বংসের অন্যতম কারণ: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
ধর্ম ও রাজনীতিকে আলাদা করাই মানুষের ধ্বংসের অন্যতম কারণ: জামায়াত

ঢাকা: রাজনীতি ও ধর্মকে আলাদা করাই মানব জাতির ধ্বংসের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমদ।  

শুক্রবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ‘রোজার তাৎপর্য  শীর্ষক আলোচনা ও ইফতার’ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।



মকবুল আহমদ বলেন, ‘নিজেদের সুবিধা মতো যারা ধর্মকে ভাগ করে নিয়েছে তারাই মূলত ধর্ম ও রাজনীতিকে আলাদা করার চেষ্টা করছে। পৃথিবীতে মানুষের ধ্বংসের অন্যতম কারণ হলো ধর্ম ও রাজনীতিকে আলাদা করা। ’

তিনি বলেন, ‘হাজার হাজার লোককে জেলে পুরে ইসলামী রাজনীতিকে নির্মূল করা যাবে না। ’

সবাইকে ইসলামী রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, ‘মরণকে ভয় পাওয়ার কিছু নেই। আয়ু থাকতে কেউ মরে না। ’

ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি বলেন, ‘রমজান শুধু সংযমের মাস নয়, সংগ্রামের মাস, রুখে দাঁড়াবার মাস। যারা ইসলামী রাজনীতি বন্ধের পাঁয়তারা করছেন, তাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। ’


খণ্ডিতভাবে ইসলাম পালনের সুযোগ নেই উল্লেখ করে হামিদুর রহমান আযাদ আরো বলেন, ‘রাষ্ট্র সুদ-ঘুষ-জিনা থেকে মুক্ত হতে না পারলে ব্যক্তিগতভাবে পুরোপুরি ইসলাম মেনে চলা কারো পক্ষেই সম্ভব না। ইসলামকে পুরোপুরি মানতে হলে রাষ্ট্র কাঠামোয় ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। ’

থানা জামায়াতের আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুর রব।

বাংলাদেশ সময় ১৯৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।