ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সবার কাছেই সালাম তালুকদারের অবমূল্যায়ন হয়েছে: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
সবার কাছেই সালাম তালুকদারের অবমূল্যায়ন হয়েছে: দেলোয়ার

ঢাকা: দল, রাষ্ট্র সবার কাছেই প্রয়াত আব্দুস সালাম তালুকদারের অবমূল্যায়ন হয়েছে বলে হতাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সালাম তালুকদার স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হতাশা প্রকাশ করেন।



তিনি আরও বলেন, ‘বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার একজন সত্যবাদী, দেশপ্রেমিক ও জনদরদী রাজনীতিক ছিলেন। আজ দেশে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছে তা থেকে উত্তোরণের জন্য সালাম তালুকদারের আদর্শ সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, সাবেক সচিব এমএ হালিম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad