ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রলীগকে মূখ্য ভূমিকা রাখতে হবে: দীপু মনি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রলীগকে মূখ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



’৭১এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসারও আহ্বান জানান মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ’৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে দেশের অগ্রগতির পথ রুদ্ধ করতে চেয়েছিল। এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. কেএম সাইফুল ইসলাম খান, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক কবি ড. ম. সামাদ, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।