ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে মামলার সন্ত্রাস চলছে- মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
দেশে মামলার সন্ত্রাস চলছে- মির্জা ফখরুল

ঢাকা: দেশে দুঃসময় ও মামলার সন্ত্রাস চলছে উল্লেখ করে এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তরুণ ও যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে জাতীয় পেসকাবে ‘গণতন্ত্র ও মানবতা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সরকার তাদের দলের লোকদের বিরুদ্ধে করা সাড়ে ৬ হাজার মামলা প্রত্যাহার করলেও বিরোধী দলের একটি মামলাও প্রত্যাহার করেনি।

বরং নতুন করে মামলা দিয়ে এবং আরাফাত রহমানের প্যারেলে মুক্তি বাতিল করে প্রমান করেছে সরকার দেশে মামলার সন্ত্রাস চালাচ্ছে। ’

শিক্ষক কর্মচারী ঐক্য জোট এ আলোচনা সভার আয়োজন করে। ঐক্য জোটের সভাপতি অধ্যাক্ষ মো: সেলিম ভুইয়ার সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর ড. সদরুল আমিন, মাওলানা এ এ লতিফ প্রমুখ।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে আইনের শাসন নেই বলেই সাধারন মানুষের বাক স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নেই।

ভারতের সাথে করা সকল চুক্তির বিরোধীতা করে তিনি বলেন, ‘এই সব চুক্তির ফলে দেশ উপকারের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ’

চুক্তিকে ‘দেশ বিরোধী’ উল্লেখ করে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময় ১৩১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad