ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধীদল যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
বিরোধীদল যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিরোধীদল যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।



তিনি বলেন, ‘বর্তমানে যারা বিরোধী দলে আছে তাদের মাধ্যমেই সব ধরনের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। এখন যুদ্ধাপরাধীদের বিচারে বাধা তাদের কাছ থেকেই আসছে। কিন্তু যত বাধাই আসুক সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবেই। ’

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করলে মুসলিম দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের চাকরি চলে যাবে বলে যারা গুজব ছড়াচ্ছে তারা হয় যুদ্ধাপরাধে জড়িত ছিল অথবা তারা যুদ্ধাপরাধীদের লালন পালন করছে ।

‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মদান: যুদ্ধাপরাধীদের বিচার ও গণপ্রত্যাশা’ শীর্ষক এ আলোচনায় তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য আমরা কোনো দেশ থেকে কোনো চাপ পাইনি। যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন দেশের সমর্থন চেয়েছি। দেশগুলো আমাদের সমর্থন করেছে। ’

জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে দীপু মনি আরো বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে চাকরি দিয়ে বাংলাদেশকে খুনিদের রাষ্ট্র হিসাবে পরিচিত করিয়েছেন। ’

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দিনকে পুরো জাতি জাতীয় শোকদিবস হিসাবে পালন করে। অথচ সেখানে মিথ্যা জন্মদিনের নামে উৎসব করে বিকৃত মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে। রাজনীতি করলে ইতিবাচক রাজনীতিই করতে হবে। ’

ফাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৩৯তম শাহাদাৎবার্ষিকী উপলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহবুব এলাহী মঞ্জু (বীরপ্রতীক)। অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান উপস্থিত ছিলেন।

সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির, বিচারপতি গোলাম রাব্বানী, এয়ার কমোডর (অব) হুমায়ুন করিব, মতিউর রহমানের বড় বোন জামিলা আজাদ, মিলি রহমানের বড় বোন রোজী কুদ্দুস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।