ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ তা প্রমাণ করুন: খালেদাকে হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ তা প্রমাণ করুন: খালেদাকে হানিফ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারের ব্যর্থতার প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয়  কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।



বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, ব্যর্থতার দায় স্বীকার করে সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।

তার এ বক্তব্যকে দৃষ্টিকটু আখ্যায়িত করে মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘সরকার কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, উনি (খালেদা) তার প্রমাণ দিক। ’

হানিফ বলেন, ‘যানজট ও বিদ্যুৎ সমস্যা আওয়ামী লীগের তৈরি নয়। জনসংখ্যা বেড়েছে বলে যানজট হচ্ছে। আর বিদ্যুৎ সমস্যা তৈরি করে গেছে বিএনপি। ’

বিএনপি তার গত ৫ বছরের শাসনামলে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি বলেও মন্তব্য করেন হানিফ।

সমস্যার সমাধান এত দ্রুত হবে না উল্লেখ করে হানিফ বলেন, ‘দেশ পরিচালনায় সরকারকে প্রতি মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে। তারপরও জনগণের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ’
 
হানিফ আরো বলেন, ‘জনগণের প্রতি খালেদা জিয়ার দায়বদ্ধতা নেই বলেই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের  সমালোচনা করছেন। ’

রাজপথে এসব সমালোচনা ও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আজিজের সভাপতিত্বে সভায় মহানগর নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।