ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কোকোর সাময়িক মুক্তি বাতিল

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
কোকোর সাময়িক মুক্তি বাতিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিল করেছে সরকার। তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয়েছে।



স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাময়িক মুক্তি আদেশের পাঁচ নম্বর শর্ত ভঙ্গ করায় কোকোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওই শর্ত অনুযায়ী কোকো বিদেশে যেখানে চিকিৎসা নেবেন সেখানে তিনি বা তাঁর নিকটাত্মীয় বাংলাদেশ মিশনকে সময়ে সময়ে বা তিন দিন পর পর অবস্থা সম্পর্কে অবহিত করার কথা।

সূত্র জানায়, নিয়মিতভাবে অবহিত না করার জন্যই কোকোকে দেশে ফিরে আসতে বলেছে সরকার।

কোকো ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৪ অগাস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়। এ মেয়াদ বাড়াতে কোকোর করা আবেদন গ্রহণ না করারও সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০০৮ সালের মে মাসে কোকোকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোদন দেয় সরকার। এরপর থেকেই মেয়াদ শেষে আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ান কোকো।

উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুনীর্তি মামলায় গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।