ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

কুষ্টিয়ায় দুই ইউপিতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
কুষ্টিয়ায় দুই ইউপিতে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী জয়ী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটিতে আওয়ামী লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শিরিনা আক্তার বানু বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মাহাবুর রহমান মামুন (নৌকা) এবং চিথলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) গিয়াস উদ্দিন পিস্তল (আনারস)।

ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মাহাবুর রহমান মামুন ৫৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদ (ইনু) আব্দুল আওয়াল (মশাল) প্রতীকে পেয়েছেন ৩৫৬০ ভোট।

অন্যদিকে, চিথলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল আওয়ামী লীগ বিদ্রোহী প্রতীকে ৩৫২৪ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী এনামূল হক বাবলু পেয়েছেন ৩৩৭০ ভোট।
 
বাংলাদেশ সময়: ১৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।