bangla news

ফুলবাড়ীতে আহাম্মদ আলী, রৌমারীতে জাইদুল নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৫-২৩ ১১:১০:২৬ এএম
কুড়িগ্রাম

কুড়িগ্রাম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য পদে স্থগিত নির্বাচনে রৌমারী ১৪ নম্বর ওয়ার্ডে জাইদুল ইসলাম মিনু এবং ফুলবাড়ী উপজেলার ছয় নম্বর ওয়ার্ডে আহাম্মদ আলী পোদ্দার রতন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ফুলবাড়ী উপজেলায় সংরক্ষিত মহিলা সদস্য পদে লাভলী বেগম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রৌমারীতে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে জাইদুল ইসলাম মিনু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতীক নিয়ে মো. আব্দুল কাদের পেয়েছেন ১৮ ভোট।

ফুলবাড়ীতে আহাম্মদ আলী পোদ্দার রতন ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মানিক পেয়েছেন ৩৩ ভোট।

সংরক্ষিত মহিলা সদস্য পদে লাভলী বেগম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদা বেগম পেয়েছেন দুই ভোট।

ভোটগণনা শেষে বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. ওবায়দুর রহমান এবং ফুলবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এএটি/আরআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-05-23 11:10:26