ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

নোয়াখালীতে সদস্য পদে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
নোয়াখালীতে সদস্য পদে আ’লীগ প্রার্থী জয়ী

নোয়াখালী: নোয়াখালী জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন অটোরিকশা প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহাদাত হোসেন শাহেদ ঘুঁড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ ভোট।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৩টায় জেলা নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে।

একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ৯নং ওয়ার্ডে মোট ভোটার ৭৩ জন। এ ওয়ার্ডে একটি সদস্য পদের বিপরীতে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত ২৮ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আদালতের নিদের্শে ৯নং ওয়ার্ডের হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।