ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ভোলায় আ’লীগের সম্পাদক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

ভোলা: ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ সম্পাদক দুলাল মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলার জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুল মজিদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে আরো দুটি মামলার ওয়ারেন্ট ছিল বলে পুলিশ জানায়।

ভোলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জনস্বাস্থ্য প্রকৌশলীর অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘বুধবার ১৮ আগস্ট অফিস চলার সময় ভোলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মজিদের সঙ্গে টিউবওয়েল সংক্রান্ত বিষয় নিয়ে চর সামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ সম্পাদক দুলাল মাঝির কথার কাটাকাটি হয়। এতে উত্তেজিত হয়ে দুলাল মাঝি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার দিনই প্রকৌশলী ঘটনার বিবরণ দিয়ে ভোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ভোলা থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বৃহস্পতিবার দুপুরে দুলালকে গ্রেপ্তার করে। ’

ভোলা থানার ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনি দুটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।