ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

প্রতিবেশী দেশের সঙ্গে অলিখিত চুক্তি বাস্তবায়নে ব্যস্ত সরকার: দেলোয়ার

সিনিয়র করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
প্রতিবেশী দেশের সঙ্গে অলিখিত চুক্তি বাস্তবায়নে ব্যস্ত সরকার: দেলোয়ার

ঢাকা: প্রতিবেশী দেশের সঙ্গে সরকার অলিখিত চুক্তি বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।



খোন্দকার দেলোয়ার বলেন, ১৯ মাসের আওয়ামী লীগ সরকার চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী, খুন, অপহরণছাড়া কিছুই উপহার দিতে পারেননি। সরকারের এই ব্যর্থতার কারণে সরকারের সঙ্গে জনগণের দূরত্ব বেড়ে গেছে। দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে।  

তিনি বলেন সরকার তার ব্যর্থতা ঢাকার জন্য বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নানা দোষ চাপিয়ে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক সরাফত আলী শপুসহ দলের সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৭ ঘন্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad