ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পলাতকদের ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর: শিরীন শারমীন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
পলাতকদের ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর: শিরীন শারমীন

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, ‘বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে। ’

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

হল শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হায়দার তুহিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ ড. খন্দকার আশরাফ হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকীব বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।