ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এ্যানীকে বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা: বিএনপির বর্তমান সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিদেশ যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যলেঞ্জ করে এ্যানী সোমবার রিট আবেদন দায়ের করলে বিচারপতি মো আবদুল ওয়াহহাব মিঞা এবং বিচারপতি কাজী রেজা- উল  হকের বেঞ্চ এই আদেশ দেন।



একই সঙ্গে তাকে বিদেশে যেতে বাধা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা  হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

মামলায় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক, পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনারকে রুলের বিবাদী করা হয়েছে বলে বাংলানিউজটোয়েন্টিফোরকে জানিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 
গত ৮ আগস্ট শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্য শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে হাজির হলে তাকে বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয়।
 
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad