ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাদুল্ল্যাপুরে আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
সাদুল্ল্যাপুরে আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার

রাজশাহী: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গাইবান্ধার সাদুল্ল্যাপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজশাহী র‌্যাব-৫ সূত্র জানায়, র‌্যাব ক্যাম্প জয়পুরহাটের জঙ্গি দমন সেলের সহযোগিতায় রোববার গভীর রাতে গাইবান্ধার সাদুল্লাপুর থানার কিশমত বাগচী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হাবিল মন্ডল (৪৫) ও শহিদ মুন্সিকে (৩৫) গ্রেপ্তার করা হয়।



সোমবার দুপুরে তাদেরকে সাদুল্ল্যাপুর থানায় সোপর্দ করা হয়েছে।  

র‌্যাব-৫ আরও জানায়, গত ২৬ মে সাদুল্য­াপুরের কিশমত বাগচী গ্রামের বটতলা এলাকায় একত্রিত হয়ে হাবিল মন্ডল, শহিদ মুন্সি ও তাদের সঙ্গী-সাথীরা ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা দেয়। এ সময় গ্রামের মুসলিম উদ্দিন বাধা দিলে তারা তার উপর হামলা চালায়।

এ ঘটনায় মুসলিম উদ্দিন বাদী হয়ে সাদুল্ল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া হাবিব ও শহীদ ওই মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।