ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

মুফতি শহীদুলের সাজা হাইকোর্টে বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি শহীদুল ইসলামকে বিশেষ আদালতের দেওয়া সাজা বাতিল করেছে উচ্চ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় তাকে ১০ বছরের কারাদ- দেওয়া হয়েছিল।



বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ সোমবার তার সে সাজা বাতিল করেন।

দুদকের সহকারী পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পরের বছর ১৯ মার্চ বিশেষ আদালত তাকে এই সাজা দেন।

আজ শুনানিতে মুফতি শহীদুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং দুদকের পক্ষে আবদুল আজিজ খান অংশ নেন।

বাংলাদেশ সময় ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।