ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সাতক্ষীরায় পিকআপ ভ্যানচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
সাতক্ষীরায় পিকআপ ভ্যানচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

পিকআপ ভ্যানের চাপায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছেন।

সাতক্ষীরা: পিকআপ ভ্যানের চাপায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, সকালে চৌরঙ্গী মোড়ে একটি পিকআপ ভ্যান পেছন থেকে পথচারী আবুল কালাম আজাদকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।