ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

রাজনীতি

চাটখিলে শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
চাটখিলে শিবির সভাপতি গ্রেফতার

নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ ইকবাল নাহিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভীমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ ইকবাল নাহিদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভীমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জাহিদ ইকবাল নাহিদ চাঁদপুর জেলার শাহরাস্তি ইউনিয়নের শ্যামপুর গ্রামের শামছুল হুদার ছেলে।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, জাহিদ ইকবাল নাহিদের বিরুদ্ধে থানায় বিভিন্ন সময়ে নাশকতার একাধিক মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।