ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বাগেরহাট শিবির সভাপতি আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাগেরহাট: বাগেরহাটে গোপন বৈঠক করার সময় জেলা শিবির সভাপতি ইব্রাহিম হাসানকে পুলিশ আটক করেছে।

রোবাবার সকালে বাগেরহাট শহরের দশানীর পচা দীঘিরপাড় এলাকার জামায়াত নেতা ও বাগেরহাট- ৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অ্যাড.ওয়াদুদুর রহমানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।



বাগেরহাট পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম  জানান, ১৫ আগষ্ট সারা দেশের মতো বাগেরহাটেও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ অবস্থায় নাশকতামূলক কর্মকান্ড চালানোর উদ্দেশ্যে বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা শিবির সভাপতি ইব্রাহিম হাসানকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। গোপন বৈঠকের ব্যাপারে হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে জেলা শিবির সভাপতি ইব্রাহিম হাসানকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে জেলা জামায়াতের আমীর অধ্য মাওঃ মশিউর রহমান ও জেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম বিবৃতি দিয়েছেন। তারা ইব্রাহিম হাসানের মুক্তি দাবি করে বলেন, জমিজমা সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ ইব্রাহিম হাসানকে আটক করে।


বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।