ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের কল্যাণে কাজ করলে সহযোগিতা, নইলে প্রতিরোধ: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: দেশের কল্যাণে কাজ করলে সহযোগিতা, নইলে সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধে গড়ে তোলা হবে বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক ইফতার অনুষ্ঠানের আগে দলটির শীর্ষ নেতারা এ সতর্কবাণী উচ্চারণ করেন।



জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, ‘জামায়াত একটি বৈধ রাজনৈতিক দল। তারা বৈঠক করতে গেলেই সেটিকে গুপ্ত বৈঠক বলে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে সরকার। তাদের (সরকারের) মনে রাখা উচিত সীমা লঙ্ঘন করলে পরিণাম ভালো হয় না। ’

তিনি আরও বলেন, ‘সরকার যদি দেশের কল্যাণে কাজ করে তাহলে সহযোগিতা করা হবে। আর যদি অকল্যাণ বা অমঙ্গলের জন্য কাজ করে তাহলে সরকারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। ’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ধর্ম থেকে রাষ্ট্্র ও রাজনীতিকে আলাদা করার মানে হলো জুলুম-নির্যাতন। দেশে ধর্মভিত্তিক রাজনীতি না থাকলে রাষ্ট্র যন্ত্র সব সময় জনগণের ওপর জুলুম নির্যাতনের সুযোগ পায়। ’

মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad