ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৯ রাষ্ট্রদ্রোহ মামলায় শাহ মোয়াজ্জেম ও রফিকুলের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

ঢাকা: বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলামকে নয়টি রাষ্ট্রদ্রোহ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্জ সোমবার এরায় দেন।



গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সিরাজগঞ্জ, বগুড়া, ভোলা, নড়াইল, মুন্সিগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম , কুষ্টিয়া এবং পঞ্চগড়ে ভিন্ন ভিন্ন তারিখে মামলাগুলো হয়।

এর মধ্যে সিরাজগঞ্জে পুলিশের প্রতিবেদন না দেওয়া পর্যন্ত এবং বাকি জেলাগুলোতে অভিযোগ গঠন করা পর্যন্ত তাদের জামিন দিয়েছেন আদালত।

একই সঙ্গে আদালত কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না মর্মে চার সাপ্তাহের রুল জারি করা হয়েছেন।

রায় ঘোষণার পর শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুলের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন সাংবাদিকদের বলেন, এ মামলাগুলো সম্পূর্ন রাজনৈতিক কারণে হয়েছে। বিএনপির সিনিয়র নেতাদের হয়রানি করার জন্য হয়েছে এবং রাজনৈতিক হয়রানি করে দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। তা আইনের শাসনের পরিপন্তি। এগুলো উস্কানিমূলক মামলা।

অপর আইনজীবী ব্যারিস্টার রফিক উল ইসলাম মিঞা বলেন, সভা সমিতি সেমিনার করা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। সরকার গণতান্ত্রিক কাজকর্ম বন্ধ করে দিতে চায় কি না এটাই এখন প্রশ্ন।

তবে দুই নেতাই বলেছেন তারা হত্যার হুমকি দেননি।

বাংলাদেশ সময় ১৬২১ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।