ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

৬৪৯ ইউপিতে আওয়ামী লীগ ৪০৫ ও বিএনপি ৭০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
৬৪৯ ইউপিতে আওয়ামী লীগ ৪০৫ ও বিএনপি ৭০

ঢাকা: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (০৮ মে) পর্যন্ত ৬৪৯টি ইউপির ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪০৫ জন ও বিএনপি’র ৭০ জন প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

তবে আওয়ামী লীগের ৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

চতুর্থ ধাপের ৭০৩টি ইউপিতে এক কোটি ১৫ লাখ ৫০ হাজার ৮৫৯ ভোটারের মধ্যে শনিবার (০৭ মে) ৮৯ লাখ ৪৭ হাজার ৭৪০ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটের ৭৭ দশমিক ৪৬ শতাংশ।

মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে নির্বাচন কমিশনের তৈরি প্রতিবেদন থেকে জানা গেছে, আওয়ামী লীগ, বিএনপির পর স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে সংখ্যক ইউপিতে জয় পেয়েছেন। তারা ১৬১টিতে জয়ী হয়েছেন।   এছাড়া জাতীয় পার্টি জয় পেয়েছে ১০টি ইউপিতে।
 
এ পর্যন্ত আওয়ামী লীগ ৩৯ লাখ ৩৬ হাজার ৯৯৯টি ভোট পেয়েছে। যা প্রদত্ত ভোটের ৪৩ দশমিক ৭৬ শতাংশ। আর বিএনপি পেয়েছে ১৬ লাখ ৯৫ হাজার ভোট। যা প্রদত্ত ভোটের ১৮ দশমিক ৮৫ শতাংশ।

স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ২৯ লাখ ৮৫ হাজার ৭১৫টি ভোট। যা প্রদত্ত ভোটের ৩৩ দশমিক ১৯ শতাংশ।

‍এদিকে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, এখনো সব ইউপির তথ্য আসেনি। তাই আনুষ্ঠানিক তথ্য দিতে আরো সময় লাগবে।

এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে পঞ্চম ধাপের এবং ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ০৮, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।