ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

ঢাকা: খুলনায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন।

গত ৪ আগস্ট জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সময় মওদুদ উপস্থিত থেকেও প্রতিবাদ করেননি। একারণে রোববার খুলনা জেলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর  অ্যাডভোকেট এমএম সাজ্জাদ আলী বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় সোমবার  আদালত ব্যারিস্টার মওদুদ আহমদকে পুলিশের অভিযোগ গঠন না করা পর্যন্ত জামিন দিয়েছেন।

রায় ঘোষণার পর মওদুদ বলেন, অসৎ উদ্দেশ্যে আমার নামে এ মামলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ আদালত আমাকে জামিন দিয়েছেন। এতে আইনের আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল।

বাংলাদেশ সময় ১৬০৫ ঘন্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।