bangla news

জামায়াত নেতাদের জামিনের আবেদন নাকচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-০৮ ৬:০৫:১৪ পিএম

জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা: জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার এদের জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে করা পাঁচটি আবেদন শুনানি শেষে নাকচ করে দেন ভারপ্রাপ্ত দায়রা জজ ইসমাইল হোসেন।

রমনা থানার একটি, বিমানবন্দর থানায় একটি ও পল্টন থানার তিনটি মামলায় তাদের জামিনের আবেদন করা হয়।

আবেদনগুলো করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও এসএম কামালউদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-08-08 18:05:14