ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার ইফতারে শেখ হাসিনাকে দাওয়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
খালেদা জিয়ার ইফতারে শেখ হাসিনাকে দাওয়াত

ঢাকা: আগামী ১৭ আগস্ট রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত পাঠিয়েছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।

সোমবার দুপুরে খালেদা জিয়ার আমন্ত্রণপত্র শেখ হাসিনার দপ্তরে পৌঁছে দেওযা হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিনা বেগম এ নিমন্ত্রণপত্র গ্রহণ করেন।

খালেদা জিয়ার পক্ষ থেকে নিমন্ত্রণপত্রটি নিয়ে যান তার একান্ত সচিব সালেহ আহমেদ ও সহকারি একান্ত সচিব সুরাতুজ্জামান।

উল্লেখ্য, রমজান মাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনটি ইফতার মাহফিলের আয়োজন করবেন।

পহেলা রমজান এতিম ও ওলামা মাশায়েকদের সাথে ইস্কাটনের লেডিস কাবে, ১৪ আগষ্ট বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সাথে সংসদ ভবনের ২নং ডিএল ভবনে এবং ১৭ আগষ্ট সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বঙ্গবন্দু আন্তর্জাতিক  সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে দলীয় সূত্র জানায়।

বাংলাদেশ সময় ১৪২২ ঘণ্টা, ৯ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।