bangla news

ভারতের সঙ্গে ঋণচুক্তি আত্মঘাতী সিদ্ধান্ত : খালেদা জিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-০৮ ৫:৩৮:৩১ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তি চরম আত্মঘাতী একটা সিদ্ধান্ত।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তি চরম আত্মঘাতী একটা সিদ্ধান্ত।

রোববার রাত সাড়ে ৯টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চট্টগ্রাম জাতীয় মহানগর মহিলা পার্টির সভানেত্রী জেসমিন আক্তারের নেতৃত্বে শতাধিক মহিলা নেত্রী ও কর্মী খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদানকালে তিনি মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থে সরকার এ চুক্তি করেছে। জাতীয় স্বার্থের চেয়ে প্রভুদের মন রক্ষাই এ সরকারের বড় এজেন্ডা।’

তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘দেশ ও জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণের স্বার্থে কাজ করুন, আমরা আপনাদের সাহায্য করব।’

যোগ দেওয়া সবাইকে স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম। যার যার অবস্থান থেকে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবেন বিএনপির এটিই প্রতাশ্যা।’

যোগদান অনুষ্ঠানে  বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফাসহ মহানগর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ০৩২৫ঘণ্টা, ৯আগস্ট,২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-08-08 17:38:31