ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার ভারতের সঙ্গে ঋণ চুক্তি করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে: জামায়াত

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
সরকার ভারতের সঙ্গে ঋণ চুক্তি করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে: জামায়াত

ঢাকা: সরকার ভারতের সঙ্গে ঋণ চুক্তি করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রোববার রাতে দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম স্বাক্ষরিত ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এক যুক্ত বিবৃতে এ অভিযোগ করেন।



বিবৃতিতে বলা হয়, ‘ভারতের সঙ্গে কঠিন শর্ত, উচ্চ সুদ ও তাদের নির্দেশিত খাতে ঋণের টাকা ব্যবহারের অঙ্গীকার করে সরকার যে চুক্তি করেছে তা দেশের স্বার্থ পরিপন্থী। এই ঋণ চুক্তির মধ্য দিয়ে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। ’

এর চাইতে সহজ শর্তে অভ্যন্তরীণ খাত বা অন্য কোনো ঋণদানকারী সংস্থার নিকট থেকে ঋণ গ্রহণ করা যেত বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঋণের টাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার উপযোগী সড়ক, রেল ও নৌপথ এবং স্থল বন্দরসহ বাংলাদেশে ১৪টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণের টাকায় নিজেদের স্বার্থে এ কাঠামোগুলো তৈরি করে নেবে ভারত। ’

সুদের উচ্চহারের কথা উল্লেখ করে বলা হয়, ‘বিশ্বব্যাংক, এডিবিসহ অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকের কাছ থেকে দশমিক ২৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে এ ধরনের ঋণ পাওয়া যেত। অথচ ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে এই ঋণ নিচ্ছে সরকার। ’

এই চুক্তিকে দেশ বিরোধী হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ‘জাতীয় স্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করা না হলে দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তা বাতিল করতে বাধ্য করবে। ’

বাংলদেশ সময় ২১২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।