ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণমিছিলের জনসংযোগে পুলিশের হামলায় ১৫ আহত, ১০ আটক অভিযোগ বিএনপি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
গণমিছিলের জনসংযোগে পুলিশের হামলায় ১৫ আহত, ১০ আটক অভিযোগ বিএনপি’র

ঢাকা: সোমবারের গণমিছিলের পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণকালে রোববার ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ১৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ অভিযোগ করেন।



তিনি জানান, উত্তরায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীরের নেতৃত্বে লিফলেট বিতরণকালে পুলিশের অতর্কিত হামলায় ছয় নেতাকর্মী আহত হন। সেখান থেকে ছাত্রদল কর্মী ইউনুস, দেলোয়ার, জামান ও এমদাদসহ ৫ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

একইভাবে সাভারে লিফলেট বিতরণকালে পুলিশের হামলায় ৪ নেতাকর্মী আহত ও ৩ জন গ্রেপ্তার হন বলে অভিযোগ করেন রিজভী।

এছাড়া বরিশালে আয়োজিত মানববন্ধনে পুলিশের হামলায় ৩ নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘আহতদের মধ্যে মেজবাহ উদ্দিন নামে স্থানীয় এক নেতার অবস্থা আশঙ্কাজনক। ’

পুলিশের হামলা ও নেতাকর্মী গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এর আগে আমাদের হরতাল ও মানববন্ধনসহ সব কর্মসূচি ও আন্দোলন ব্যাহত করার চেষ্টা করা হয়েছে। এ সরকারের কাছে গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা নেই। তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-নির্যাতন চালাচ্ছে। কিন্তু ছাত্রলীগ ক্যাডারদের হাতে নারীর সম্ভ্রমহানি ঘটলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ’

সাভারে খালেদা জিয়ার জমি বেদখলের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘সরকার যা করছে গায়ের জোরে করছে। তারা সাংবিধানিক আইন না মেনে দলীয় আইনে দেশ চালাচ্ছে। ’

এ সময় জনগণকে বিএনপির গণমিছিলে অংশ নেওয়ার আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad