ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাভারে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে আহত ১০, গ্রেপ্তার ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

সাভার: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জমির স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে রোববার সাভারে বিএনপি’র মানববন্ধন কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে আহত হয়েছেন ১০ নেতাকর্মী।

ঘটনাস্থল থেকে ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সাভার পৌর বিএনপি। মানববন্ধনের এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে ১০ জন আহত হন। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে আব্বাস উদ্দিন,পাপ্পু, সোবাহান, ববি, আলম, মোহাম্মদ আলী, সাহরাব, মানিক, সুমন, আসাদুজ্জামান টিটু, জাহিদুল ইসলাম, আসিফকে গ্রেপ্তার করে।

সাভার থানার ওসি মাহবুবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, পূর্ব অনুমতি না নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা রার জন্য শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। সড়ক ও জনপদ বিভাগ এবং সাভার ক্যান্টনমেন্ট বোর্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জমির স্থাপনাও উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।