ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সরকার চায় না বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সফল হোক: নজরুল ইসলাম খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
সরকার চায় না বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সফল হোক: নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার চায় না বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি সফল হোক। গণমিছিলের জন্য পল্টন ময়দান বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও টালবাহানা করছে সরকার।



রোববার দুপুরে পল্টন ময়দান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

আগামীকাল ৯ আগস্ট ঐতিহাসিক পল্টন ময়দান থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণমিছিল করবে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা পল্টন ময়দান বরাদ্দ দেওয়ার জন্য সরকারকে দেড় লাখ টাকা দিয়েছি। তারপরও তারা এখন পর্যন্ত মাঠ অনুষ্ঠান করার উপযোগী করেনি। সরকারকে আবারো অনুরোধ করবো মাঠ যথাপোযুক্ত করে দেওয়ার জন্য, যেহেতু কাল কর্মসূচি। ’

তিনি অভিযোগ করেন, ‘মাঠ বরাদ্দের জন্য অনেক আগে দরখাস্ত করা হলেও সরকার শেষ সময়ে অনুমতি দেয়। ’

ভারতের সঙ্গে চুক্তি সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘এ বিষয়ে কয়েক দিন আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি। আবার জানাবো। ’

তিনি আরও বলেন, ‘আগামী কাল বিকেল ৩টায় সময় গণমিছিল বের হবে, নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। মিছিলটি পলটন মোড়, কাকরাইল হয়ে মগবাজার গিয়ে শেষ করার কথা রয়েছে। ’

‘বিএনপি এই কর্মসূচি কেন দিয়েছে’ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী দুঃশাসন, হত্যা, নির্যাতন, দখল, আধিপত্য বিস্তার, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকটের কারণে জনদুর্ভোগ, প্রশাসনে হস্তপে, সাংবাদিক নির্যাতন এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে হামলা ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর নির্যাতনের প্রতিবাদ এবং মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পিন্টু, আব্দুস সালাম পিন্টু, এহসানুল হক মিলন ও কমিশনার আরিফসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এ কর্মসূচি  দেওয়া হয়েছে। ’

এ সময় ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাদেক হোসেন খোকা এবং বিএনপির অর্থসম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।