ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকাকে লক্ষ্য করে ফের গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক আইনজীবীর বাসায় ঢুকে পড়ায় প্রাণে রক্ষা পান তিনি।



বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের দাতিয়ারায় এ ঘটনা ঘটে।

এর আগে গত ২০১৪ সালের ১৯ মে দাতিয়ারার পার্শ্ববর্তী পুনিয়াউট এলাকায় দুই যুবক মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। গুলিটি খোকার গলার ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়। এতে তার শ্বাসনালী ছিদ্র হয়ে যায়। পরে তার গলায় কৃত্রিম শ্বাসনালী স্থাপন করা হয়। সংকটাপন্ন অবস্থায় মাস তিনেক ঢাকার হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।

শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা খোকা জানান, ঠিকাদারি ব্যবসার কাজে তিনি দাতিয়ারা মহল্লার অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসার কাছে যান। সেখানে নাসিরনগরের চৈয়ারকুড়ি থেকে আসা এক ট্রাক ইট আনলোডের কাজ দেখাশোনা শেষে কলেজ পাড়ার বাসার উদ্দেশে রওনা হন তিনি। পথে মোটরসাইকেল থেকে এক যুবক প্রথমে তাকে লক্ষ্য করে একটি গুলি করে।

পরে যুবকটি মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে আরো একটি গুলি করলে তিনি দৌঁড় দেন। দৌঁড়ে অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর বাসায় ঢোকেন। এ সময় দুর্বৃত্তরা তৃতীয় গুলি করে। তবে তিনটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।

এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।