ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতেই মসজিদে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
দেশকে অস্থিতিশীল করতেই মসজিদে হামলা ফজলে হোসেন বাদশা

রাজশাহী: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই উগ্রবাদের সমর্থকরা পরিকল্পিতভাবে আহমদীয়া মুসলিম জামা’ত মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর গ্রামের কাদিয়ানী সম্প্রদায়ের মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।



বাদশা বলেন, ইসলাম ধর্ম কোনো ব্যক্তিকে আত্মঘাতী বোমা হামলা করতে বলেনি। এটি পুরোপুরি উগ্রবাদীদের কাজ। যারা এ রকম কাজ করছে তাদের নেটওয়ার্ক খুঁজে বের করার পাশাপাশি নিহত যুবককের পরিচয় নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তার ছবি দিয়ে পোস্টার ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে পুলিশকে আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মান ক্ষুন্ন করার জন্য ঘটানো হয়েছে আত্মঘাতী এ বোমা হামলা।

এসময় উপস্থিত ছিলেন আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ রাজশাহীর সভাপতি সামস বিন তারিক সাইফুল ইসলাম, মুব্বালেক (ধর্ম প্রচারক) সালাউদ্দনি, মচমইল সৈয়দপুর গ্রামের আহমদীয়া মুসলিম জামা’তের সভাপতি ও ইমাম সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার, বাগমারা থানার উপ-পরিদর্শক আব্দল খালেক, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।