ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তারেককে নিয়ে নেতিবাচক সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
তারেককে নিয়ে নেতিবাচক সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রতিবাদ জানান।



সম্প্রতি দলটির নির্বাহী কমিটির বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতার বরাত দিয়ে ‘দলের মধ্যে ভাইয়া গ্রুপ’ নামে একটি অংশ তারেক রহমানের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন বলে বেশ কয়েকটি জাতীয় দৈনিক সংবাদ পরিবেশন করে।

এ সংবাদের প্রতিবাদ করে রিজভী বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দলের ভাবমূর্তি গড়ে উঠেছে। তাদের সম্পর্কে এ ধরনের কোনো বক্তব্য রাখার প্রশ্নই ওঠে না। বরং সারা দেশ থেকে আসা নেতারা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশা করছেন। কামনা করেছেন তার সুস্বাস্থ্যের। ’

ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের বিরুদ্ধে শুরু হওয়া জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মিয়া, মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।