bangla news
পৌর নির্বাচন

ক্ষমতা নিজের হাতেই রাখলেন এরশাদ

|
আপডেট: ২০১৫-১১-২৮ ২:৪৬:০০ এএম
ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন পৌর নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষমতা নিজের হাতেই রাখলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (২৮ নভেম্বর) ইসির কাছে একটি পত্রে নিজেকেই পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত বলে জানান তিনি।

ঢাকা: আসন্ন পৌর নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষমতা নিজের হাতেই রাখলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (২৮ নভেম্বর) ইসির কাছে একটি পত্রে নিজেকেই পৌর নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত বলে জানান তিনি।

চিঠিটি ইসির উপসচিব মো. সামসুল আলমের কাছে পৌঁছে দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু।

তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি ২৩৬ পৌরসভাতেই লাঙল প্রতীকে প্রার্থী দেবে।

এসময় দলটির অন্য দু’জন নেতাও উপস্থিত ছিলেন।

বাংলাদেম সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইইউডি/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-11-28 02:46:00