ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধ বিচারের মিথ্যা স্বাক্ষ্য ও রায় তৈরি হয়ে আছে: জামায়াতের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

ঢাকা: যুদ্ধাপরাধের বিচারের মিথ্যা স্বাক্ষ্য ও রায় তৈরি হয়ে আছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলের শীর্ষ পাঁচ নেতাসহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে জামায়াত নেতরা এই অভিযোগ করেন।



ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর জামায়াত।

সমাবেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সমালোচনা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘দলীয় লোক দিয়ে কোনোদিন আন্তর্জাতিক ট্রাইবুনাল হয় না। বড়জোর এটি আওয়ামী ট্রাইবুনাল হতে পারে। ’

তিনি আরো বলেন, ‘প্রহসনের এই ট্রাইবুনালে ইতোমধ্যেই মিথ্যা স্বাক্ষ্য ও রায় তৈরি হয়ে আছে। কেবল ঘোষণাটুকু বাকি। ’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘৭১-এ যুদ্ধ হয়েছে পাকিস্তানী বাহিনীর সঙ্গে। অপরাধ করেছে তারা। তাদেরকে ছেড়ে দিয়ে সাধারণ কোনো নাগরিকের বিচারের ক্ষমতা সংবিধান কাউকে দেয়নি। ’

বিরোধীদলকে শায়েস্তা করতে পুলিশকে ব্যস্ত রাখায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘নিজেদের স্বার্থে পুলিশবাহিনী ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যায় না। ’

মহানগর জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এমপির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

বাংলাদেশ সময় ২০০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।