ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পদবঞ্চিতদের হামলায় নোয়াখালীতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

নোয়াখালী: নবগঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের আনন্দ মিছিলে পদবঞ্চিতদের হামলায় নতুন সভাপতি নুরুল আমিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুদ্দোহা মিঠুসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার দুপুরে মাইজদীতে এ ঘটনা ঘটে।



আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে চার ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে থেকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি সভাপতি নুরুল আমিনকে নিয়ে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি টাউন হলের সামনে পৌঁছলে পদবঞ্চিত মতিন গ্রুপের নেতাকর্মীরা হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রদলের মেজর মান্নান কলেজ শাখার আহ্বায়ক মান্নান ও ছাত্রনেতা ফাইমসহ ৪ জনকে আটক করে পুলিশ।

নবগঠিত জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সামছুদ্দোহা মিঠু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। ’

নবগঠিত জেলা কমিটিতে পদ না পাওয়া নেতারাই এ হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।