ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে টালবাহানা আত্মঘাতী হবে: সিপিবি সভাপতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে টালবাহানা আত্মঘাতী হবে: সিপিবি সভাপতি

জামালপুর: জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আহবান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, ‘সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে টালবাহানা করলে সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। ’

বুধবার দুপুরে জামালপুর জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত পদযাত্রা শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক পথসমাবেশে তিনি এ কথা বলেন।



সিপিবি সভাপতি তার বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে সরকারকে বলেন, ‘চার যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়ে ইতিমধ্যে বাহাত্তরের সংবিধানে ফেরার প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই এখন আর সাম্প্রদায়িক দল জামায়াতের রাজনীতি কোনোভাবেই চলতে পারেনা। ’

কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা কমিটি সভাপতি জ্যোতিষ চন্দ্র এষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তে মজুর সমিতি নেতা আলী আক্কাসসহ স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।