ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

ত্রাণের টিন আত্মসাত মামলায় ফালুর আগাম জামিন

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

ঢাকা: ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে আদালত।

বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন।



২০০৭ সালের ১৩ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) আশুলিয়া থানায় ফালুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

ফালু আজ হাইকোর্টে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে ছয় মাসের আগাম জামিন দেন।

ফালুর ব্যক্তিগত আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘এ মামলার ওপর এতদিন স্থগিতাদেশ থাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনিও নিম্ন আদালতে আত্মনমর্পণ করতে পারেননি। ’

স্থগিতাদেশ থাকায় ফালু আজও নিম্ন আদালতে যেতে না পেরে উচ্চ আদালত থেকে জামিন নেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগষ্ট ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।