ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর বার্ষিক হিসাব জমার সময় বাড়লো দুই মাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।



তিনি বলেন, ‘যে সব দল নির্ধারিত ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দেয়নি তাদের আরও দুই মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ’

ইসি’র এ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো বার্ষিক আয়-ব্যয় জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় পেলো।

দুই মাস সময় বাড়ানোর ফলে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ব্যত্যয় ঘটেনি বলে মন্তব্য করে ছহুল হোসাইন বলেন, ‘এটি একটি বিধিগত বিষয় (প্রসিডিউরাল ম্যাটার)। দলগুলো নির্ধারিত সময়ে আবেদন করায় কমিশন তা বিবেচনা করেছে। ’

প্রসঙ্গত, আরপিও অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর আগের বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ (এরশাদ) ২০টি দল হিসাব জমা দিয়েছে। ইসিতে নিবন্ধিত ৩৮ দলের মধ্যে বাকি ১৮ দল এখনো হিসাব জমা দেয়নি।

ছহুল হোসাইন জানান, যে সব দল হিসাব জমা দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

সময় বাড়ানোর আবেদন জানানো অন্য দলগুলো হলো- কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইত্যাদি।

হিসাব জমা দেওয়া দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও খেলাফত মজলিস।  

বাংলাদেশ স্থানীয় সময় ২২০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।