ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে আশুলিয়া বিএনপির বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

ঢাকা: সদ্য গঠিত আশুলিয়া থানা বিএনপির আহ্বায়ক কমিটি ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বঞ্চিত নেতারা।

সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ শেষে আশুলিয়া থানা বিএনপির পদ বঞ্চিত নেতারা এ ঘোষণা দেন।



স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ নেতারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে গতকাল (রোববার) মেজর (অব.) মিজানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করলে আমরা কঠোর আন্দোলন করবো।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।