ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আলালকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১০

ঢাকা: যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে কেন বিদেশ যেতে বাধা দেওয়া হবে তা জানাতে সরকারের প্রতি রুলজারি এবং আগামী ৩ মাসের জন্য বিদেশে যেতে কোনও প্রকারে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ জারি করেন।



উল্লেখ্য মোয়াজ্জেম হোসেন আলালকে সরকার বিদেশে যেতে বাধা দিচ্ছে মর্মে হাইকোর্টে গত ২৬ জুলাই একটি রিট দায়ের করেন তিনি। রিট আবেদনে তিনি উল্লেখ করেন যে গত ০৮ জুন লন্ডন যাওয়ার জন্য শাহজালাল আন্ত—র্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপ তাকে কোনও কারণ না দেখিয়ে বিমানে উঠতে বাধা দেয় এবং ফেরত পাঠায়।

আদালত সূত্র জানায় রিট আবেদনটির শুনানির জন্য সরকার প পরপর তিনবার সময় নেয়।

মামলায় আলালের পে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী গিয়াসউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।