ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান কেন সংশোধন করতে চান তা পরিষ্কার করুন: বি চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
সংবিধান কেন সংশোধন করতে চান তা পরিষ্কার করুন: বি চৌধুরী

ঢাকা: সংবিধান সংশোধনের মূল কারণটি স্পষ্ট করতে সকরারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে গড়বো বাংলাদেশ নামের সংগঠনের ১১টি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ ও ‘এ মুহূর্তের বাংলাদেশ: সময়ের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।



অধ্যাপক বি. চৌধুরী বলেন, ‘দেশে অন্ন বস্ত্রসহ মৌলিক সমস্যার সমাধান না করে সরকার কেন সংবিধান সংশোধন করতে চায় তা স্পষ্ট হওয়া দরকার। ’

বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারকদেরও ভেবে দেখার অনুরোধ করেন তিনি।

বি চৌধুরী বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা গ্রহণের পথ বন্ধ করতে সংবিধান সংশোধন হচ্ছে-এটি ভালো কথা। কিন্তু এটিও মনে রাখতে হবে সংবিধান লঙ্ঘনকারীরা সংবিধান বাতিল করেও ক্ষমতায় আসতে পারে। তখন নতুন করে আরেকটি সংবিধান রচনা করতে হতে পারে। ’

তিনি বলেন, ‘সংবিধানের কোনো দোষ নেই। দোষ আমাদের (রাজনীতিবিদদের)। আমরা সংবিধান মানি না বলেই বার বার সংবিধান পরিবর্তন করতে হয়। ’

গার্মেন্টস শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর আগে আমেরিকার বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প শীর্ষস্থান দখলের পর এ শিল্পের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের আগে থেকেই সতর্ক হওয়া দরকার ছিল। ’

সভাপতির বক্তব্যে শাহেদা ওবায়েদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা হলেও বিএনপি তা কাজে লাগাতে পারেনি। বিএনপি এখন চিহ্নিত যুদ্ধাপরাধী ও বিতর্কিত রাজনীতিকদের একটি অভিজাত কাবে পরিণত হয়েছে। ’

সভায় আরও বক্তব্য রাখেন, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গড়বো বাংলাদেশ’র সদস্য সচিব কামরুল হাসান নাসিম, সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় নাগরিক মঞ্চের নেতা লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, অধ্যাপক হুমায়ুন কবির হিরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।