ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

আইনজীবী ফোরামের কর্মসূচিতে দু:স্থদের মধ্যে খাবার বিতরণ করলেন খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, জুন ৬, ২০১০

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

দুপুর ১২টা ৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে কয়েক প্যাকেট খাবার বিতরণ করে মাত্র ৩ মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ছেড়ে যান তিনি।



একারণে ফোরামের আইনজীবীদের অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায়।  

পরে ফোরামের নেতারা খাবার বিতরণ করেন।

এ সময় ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলে ৩ দিনের খাবার বিতরণ কর্মসূচির শেষ দিনে আজ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দু:স্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করে।

বাংলাদেশ সময় ১৬০০ ঘণ্টা, জুন ১, ২০১০
এমআই/এমএমকে/জেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।