ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মান্নান ভূঁইয়া এখন সবকিছুর ঊর্ধ্বে: দেলোয়ার

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
মান্নান ভূঁইয়া এখন সবকিছুর ঊর্ধ্বে: দেলোয়ার

ঢাকা: বিএনপি`র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, আব্দুল মান্নান ভূঁইয়া এখন সব কিছুর ঊর্ধ্বে। তাঁর রাজনৈতিক জীবনের মূল্যায়ণ দেশবাসী এবং ইতিহাস করবে।



বুধবার জাতীয় বায়তুল মোকাররম মসজিদে মান্নান ভূঁইয়ার দ্বিতীয় জানাজা শেষে তিনি এ কথা বলেন।

খোন্দকার দেলোয়ার বলেন, ‘গতকাল রাতে তাঁর মৃত্যুর খবর পেয়ে আমরা শোকাহত হয়েছি। দলের পক্ষে থেকে  চেয়ারপারসন শোক বাণী দিয়েছেন। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। ’

এর আগে জাতীয় বায়তুল মোকাররম মসজিদে মান্নান ভূঁইয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহ-সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, জেড এ খান, গণসংগীত শিল্পী ফকির আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজা পরিচালচনা করেন পেশ ইমাম মোহাম্মদ মজিবুল হক।

জানাজা শেষে মান্নান ভূঁইয়ার মরদেহ নরসিংদীর শিবপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।