ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান সংশোধনের দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে-সাকা চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১০
সংবিধান সংশোধনের দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে-সাকা চৌধুরী

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘আপনাদের জজ, আপনাদের জুড়ি, আপনাদের উকিল, আপনারা যুদ্ধাপরাধের বিচারের নামে যা খুশি করতে পারবেন। তবে সংবিধান সংশোধনের দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে।



সোমবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডির নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান মন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি দেওয়া বক্তব্যের প্রসংশা করে সাকা চৌধুরি বলেন, ‘আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা ভুল করবেন না। ’

সংবিধান সংশোধের কথা উল্লেখ করে বিএনপি এ নেতা বলেন, ‘তারা সংখ্যাগরিষ্ট, তাদের সংবিধান সংশোধনে আমাদের সমর্থন দরকার হবে না। জনগনের স্বার্থে সংবিধান সংশোধন করলে আমাদের চিঠি দিতে হবে না। আমরা সংসদে গিয়ে সর্মথন দিব। ’

সালাউদ্দিন কাদের চৌধুরী হাসিনাকে সর্তক থাকার আহবান জানিয়ে বলেন, ‘যারা তাকে উসকে দিয়ে সংবিধান সংশোধনের জন্য বড় বড় কথা বলছেন বিপদের সময় তাদের খুঁজে পাওয়া যাবে না। ’ অতীতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে এ ধরনের ঘটনায় একজনকেই খেসারত দিতে হয়েছে। ভবিষ্যাতেও একজনকেই খেসারত দিতে হবে। ’

৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার বিষয় উল্লেখ সাকা চৌধুরি বলেন, ‘আওয়ামী লীগের ইস্তেহারে এটি ছিল না। কিন্তু কিছু বাছুর মন্ত্রী আছে তারা বলছে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া নাকি নির্বাচনী ইস্তেহারে আছে। ’

সাকা চৌধুরী সংবিধান সংশোধনের বিশেষ কমিটির কো-চেয়ারম্যান রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেন গুপ্ত ও হাসানুল হক ইনুর সমালোচনা করেন। তিনি বলেন, ‘তত্তাবধায়ক সরকার পরিবর্তনরে বিষয়টি সন্দেহ জনক। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ঘণ্টা, জুলাই২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।