ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০
বিএনপি’র প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রীর বৈঠক

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী অতুল কাছার রোববার সন্ধ্যায় বিএনপি’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, ড. ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রায় এক ঘন্টার এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে চেয়ারপার্সনের গুলশান অফিসসূত্র জানায়।

বৈঠকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই জন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

অতুল কাছার শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন। এটি তার নিয়মিত সফরের অংশ বলেই জানা গেছে।

সোমবার তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময় ২২৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।